সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

0
55

বংশীহারী ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার সহ এলাহাবাদ অঞ্চল প্রেসিডেন্ট খাদেমুল ইসলাম এর নেতৃত্বে ১৮৫ টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে সকলে মিলে মানুষের কাজ করবেন বলে জানিয়েছেন যোগদানকারীরা।

এদিন বেলা ২ টা নাগাদ জামার হাটখোলা এলাকায় বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকার ১৮৫ টি পরিবার থেকে আসা লোকজনরা একত্রিত হয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন।গত লোকসভা নির্বাচনে যারা বিজেপি ও সিপিএম এর হয়ে ভোট করেছেন তারা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাজে অনুপ্রাণিত হয়ে বংশীহারী ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার সহ এলাহাবাদ অঞ্চল প্রেসিডেন্ট খাদেমুল ইসলাম এর নেতৃত্বে তারা তৃণমূলে যোগদান করলেন।এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র,বিশিষ্ট সমাজসেবী সার্দুল মিত্র,তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার,বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ,৩নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা পারভিন,বংশীহারী পঞ্চায়েত সমিতির সদস্য নিত্তাশিশ মজুমদার(মনুয়া) সহ আরো অনেকে।এদিন রাজ্যের মন্ত্রীর হাত ধরে ও সকল তৃণমূল নেতৃতর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন।এলাহাবাদ অঞ্চল বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত,গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এলাহাবাদ অঞ্চল থেকে প্রায় ৫ হাজার লিড পেয়েছিল তৃণমূল এরপরে মন্ত্রী বিপ্লব মিত্র এর হাত ধরে প্রায় ১৮৫ টি পরিবার তৃণমূলে যোগদান করায় দলের হাত যথেষ্ট শক্ত হলো বলে মনে করছেন দলের নেতা ও কর্মীরা।

এই বিষয়ে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন,আজকে আমরা বংশীহারী ব্লকের ৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের জামার হাটখোলা এলাকায় এসে উপস্থিত হয়েছি,এখানকার আশেপাশের অঞ্চল থেকে প্রায় ১৮৫ টি পরিবার সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন।তাদেরকে আমরা আমাদের দলে স্বাগত জানলাম। আগামী বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করবে বলে আশা রাখছি।

এই বিষয়ে তৃণমূলে যোগদানকারী গোলাম মোস্তফা ও মেহেরুন নেশা জানিয়েছেন,আমরা আজকে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও জেলা ও ব্লকের বিভিন্ন নেতৃত্তদের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলাম। আমরা সকলে আগে কেউ সিপিএম ও কেউ বিজেপি দল করতাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাজে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সহযোগিতা করবার লক্ষ্যে তৃণমূলে যোগদান করলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here