শিক্ষার আলোয় ১৫ বছরের পথচলা! সাংস্কৃতিক উৎসবে রঙিন পতিরাম মন্তেসরি একাডেমি

0
18

শিক্ষার আলোয় ১৫ বছরের পথচলা! সাংস্কৃতিক উৎসবে রঙিন পতিরাম মন্তেসরি একাডেমি

বালুরঘাট, ২ ফেব্রুয়ারী —— আলো, সুর, আবেগ আর উচ্ছ্বাসের মেলবন্ধনে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল পতিরাম মন্তেসরি একাডেমি। শুক্রবার সন্ধ্যা থেকেই পতিরাম হাইস্কুল প্রাঙ্গণ ভরে উঠেছিল উৎসবের আবহে। বর্ণিল আলোকসজ্জা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা আর উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমাগমে এক অনন্য সন্ধ্যা উপভোগ করল সকলেই।

অনুষ্ঠানের সূচনা হয় দীপ প্রজ্বালনের মাধ্যমে। এরপর একে একে মঞ্চে উঠে আসে স্কুলের ছাত্র-ছাত্রীরা। তাদের পরিবেশিত নাচ, গান, নাটক আর আবৃত্তিতে মুহূর্তেই মুগ্ধতা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। শিশুমনের উচ্ছ্বাস আর প্রতিভার ঝলকানি দেখে অভিভাবকরাও অভিভূত।

টিচার ইন-চার্জ মিঠু হালদার বলেন, “এই মঞ্চ শুধু বিনোদনের জন্য নয়, এটি আমাদের ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিবছর এই অনুষ্ঠানে তারা নিজেদের সেরাটা উপস্থাপন করে, যা আমাদের গর্বিত করে।”

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উদ্দীপনা। অভিভাবকরাও যোগ দেন আনন্দের স্রোতে। অনুষ্ঠানের শেষ লগ্নে সবার মনে একটাই অনুভূতি— এই সন্ধ্যা শুধু একটি বর্ষপূর্তি উদযাপন ছিল না, বরং তা হয়ে থাকল এক অবিস্মরণীয় স্মৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here