ব্যাঙ্কের অভ্যন্তরেই কাজ করছে প্রতারণা চক্র!

0
135

ব্যাঙ্কের অভ্যন্তরেই কাজ করছে প্রতারণা চক্র! বালুরঘাট পুরসভার একাউন্ট থেকে টাকা গায়েব হবার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ ফেব্রুয়ারী —– এক গভীর ও সুপরিকল্পিত ব্যাঙ্কিং প্রতারণা চক্রের হদিস মিলেছে বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষ ৪০ হাজার টাকা চুরি যাওয়ার ঘটনায়। পিপল প্রেশার এবং ব্যাঙ্কিং সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ব্যাংক লোন, নতুন একাউন্ট খোলার মাধ্যমে হাজারো মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিল। ঘটনার তদন্তে পুলিশ গ্রেফতার করেছে ৫ জনকে, যার মধ্যে রয়েছে পিঙ্কি ওরফে রৌনক জাহানাত এবং সঞ্জিত কুন্ডু, যারা ছিল এই চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। রবিবার একটি সাংবাদিক বৈঠক ডেকে এই তথ্যই দিয়েছে ডিএসপি সদর।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসে, বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে একাধিক জাল চেকের মাধ্যমে ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা তুলে নেওয়া হয়। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের দাবি ছিল, সব আসল চেক পুরসভার দপ্তরে নিরাপদে ছিল। এরপর কিভাবে এই টাকা তোলা সম্ভব হল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যে অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানা ও ব্যাংক অফ ইন্ডিয়া তদন্ত শুরু করলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানান, এই চক্রটি শুধু পুরসভার টাকা নয়, বরং বিভিন্ন ব্যাংক থেকে সিস্টেমেটালি টাকা সরিয়ে নিয়েছে। তারা বেকার যুবক এবং সহজ শর্তে ঋণ নিতে আসা মানুষদের টার্গেট করত। তাদের বোঝানো হত যে, সুদ ছাড়াই তারা বড় লোন পেতে পারেন, এবং একাউন্ট খোলার প্রক্রিয়া সহজ। তবে, একবার একাউন্ট খুলে গেলে, তাদের হাতে আসত ভুয়া সিম এবং বিভিন্ন কাগজপত্র, যা দিয়ে চক্রের সদস্যরা প্রতারণার মাধ্যমে টাকা গচ্ছিত রাখত।

ডিএসপি বিক্রম প্রসাদ আরো বলেন, “এই চক্রটি পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যেও সক্রিয় ছিল। তাদের কাজের ধরন ছিল চেইন সিস্টেমে, যেখানে এক জনের অধীনে অনেকেই কাজ করত। কিছু লোক বুঝে শিকার হচ্ছিল, কিন্তু বেশিরভাগ মানুষই অজান্তেই এর শিকার হচ্ছিল।”

পুলিশ এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে, এবং তাদের কাছ থেকে পুরসভার হারানো টাকাও উদ্ধার হয়েছে। তবে, পুলিশের আশঙ্কা, এই চক্রের আরও অনেক সদস্য এখনও বাইরে রয়ে গেছে। তদন্তের পর আরও অনেক চমকপ্রদ তথ্য আসতে পারে বলে পুলিশ মনে করছে।

এদিকে, পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে, বিশেষ করে যারা ব্যাংক লোন নিতে চান বা একাউন্ট খুলতে চান, তারা যেন সব ধরনের কাগজপত্র যাচাই করে নেন। ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্রতারণার চক্রটি অত্যন্ত কৌশলে তাদের পরিকল্পনা বাস্তবায়িত করছিল।

এই চক্রের ভেতরে আরও বড় বড় নাম উঠে আসতে পারে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা, আর এই ঘটনা একে সামনে এনে আরো প্রতারকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here