উড়ন্ত’ টোটো! পাঁচিলের উপর লাফিয়ে উঠলো বেপরোয়া যান, অল্পের জন্য রক্ষা পেল পরিবার
বালুরঘাট, ৬ জানুয়ারী —— বালুরঘাটের নারায়ণপুরের রাস্তায় সোমবার দুপুরে এমন একটি দুর্ঘটনা ঘটল, যা সিনেমার দৃশ্যকে হার মানালো। দ্রুতগতিতে ছুটে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইককে ধাক্কা মারে, তারপর সোজা বাড়ির পাঁচিলের উপর উঠে যায়। এই বিস্ময়কর ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির বাসিন্দারা। তবে গুরুতর আহত হয়েছেন টোটোচালক এবং এক যাত্রী।
স্থানীয় সূত্রে খবর অনুযায়ী , এদিন দুপুরে টোটোটি যাত্রী নিয়ে বাসস্ট্যান্ডের দিক থেকে আসছিল। নারায়ণপুরের রাস্তায় একটি দ্রুতগামী চারচাকা গাড়ি পেছন থেকে টোটোটিকে ধাক্কা মারে। সেই আঘাতেই টোটোটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রথমে একটি বাইককে ধাক্কা মেরে রাস্তার ধারে থাকা বাড়ির পাঁচিলের উপর উঠে পড়ে।
বাড়ির মালিক অরুণ পাল জানিয়েছেন, “চোখের সামনে এমন ঘটনা দেখে রীতিমতো চমকে গিয়েছি। চারচাকা গাড়িটির ধাক্কা খেয়ে টোটোটা নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলের উপর উঠে পড়েছে। আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি।”
এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, নারায়ণপুরের এই রাস্তাটি বেপরোয়া যান চলাচলের জন্য কুখ্যাত। পুলিশের নজরদারির অভাবে রাস্তা এখন কার্যত ‘রেসিং ট্র্যাক’-এ পরিণত হয়েছে। যদিও ঘটনার খবর পেয়েই বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক ও টোটোটি উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীর দাবি, যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্থানীয়রা বলেন, “প্রশাসনের গাফিলতির কারণেই আজ এমন বিপত্তি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এলাকা জুড়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।