হটাৎই ভুট্টা বীজের দাম বৃদ্ধি। সংকটে জলপাইগুড়ির তিস্তাপাড়ের ভুট্টা চাষীরা।

0
30

জলপাইগুড়ি:-

হটাৎই ভুট্টা বীজের দাম বৃদ্ধি। সংকটে জলপাইগুড়ির তিস্তাপাড়ের ভুট্টা চাষীরা।

জলপাইগুড়ির বিবেকান্দপল্লির বেশীরভাগই কৃষক। জলপাইগুড়ির বুক চিরে বয়ে চলা তিস্তানদীর চরের উর্বর জমিতে বছরভর নানান ফসল ফলান তারা। ধান,পাট, আলু চাষই ছিলো এখানকার কৃষকদের মূল উৎপাদন। তবে বিগত কয়েকবছর ধরে জায়গা করে নিয়েছে ভুট্টার চাষ। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ, কম ঝুঁকি, কম পরিশ্রম এবং পর্যাপ্ত চাহিদা এবং বেশি মুনাফা এইসব কারণেই বিবেকান্দপল্লির শতাধিক কৃষক ভুট্টা চাষে নিযুক্ত হয়েছেন।
বীজ কেনা,সার প্রয়োগ, জলসেচ সহ নানান খরচ হয় ভুট্টা চাষে। গড়ে প্রতি কেজি ভুট্টা চাষে খরচ হয় প্রায় সাত টাকা। ফলন ভালো হলে প্রতিকেজি ভুট্টা বিক্রি হয় ১৭ থেকে ২০টাকায়। ভুট্টার দানা গবাদি পশুর খাবার, ভুট্টার আটা দিয়ে বিস্কিট তৈরী হয়। এছাড়াও ভুট্টার নানাবিধ ব্যবহার রয়েছে। এই কারনে ভুট্টার চাহিদা রয়েছে বাজারে। ফলে বিগত বছরগুলিতে ভুট্টা উৎপাদন এবং বিক্রি করে ভালো মুনাফা করেছিলেন কৃষকরা। তবে গোল বেধেছে চলতি বছর। অন্যান্য ফসলের সঙ্গে ভুট্টা বীজ রোপণের মরশুম চলছে। আর এই সময় দেখা যাচ্ছে ভুট্টা বীজের দাম চড়েছে আচমকাই। কৃষকদের দাবি, গতবছর যে ভুট্টাবীজ ৪০০টাকা কেজি ছিলো, সেটাই এবার কোথাও ৬০০টাকা, আবার কোথাও ৭০০টাকা কেজি। চাহিদা বেশী, যোগান কম থাকায় সেই বীজ অতিরিক্ত দাম দিয়েই চাষী ভাইদের কিনতে হচ্ছে। প্রশ্ন উঠছে হটাৎ করেই এই দাম বাড়ার কারণ কি? কৃষকদের সন্দেহ, চলতি বছরে চাহিদা বাড়ায় ভুট্টা বীজ নিয়ে কালোবাজারি হয়ে থাকতে পারে। অতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে পাইকারী বীজ ব্যবসায়ীরা মুনাফার লোভে দাম বাড়িয়েছেন কি না তা নিয়েই প্রশ্ন উঠছে। এই সমস্যা মেটাতে কৃষি দফতরে ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেছেন কৃষকরা। পাশাপাশি কৃষকদের দাবি, ধান, পাটের মত ভুট্টারও সহায়ক মূল্য নির্ধারন করুক সরকর।
ভিস বাইট👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here