চিকিৎসায় গাফিলতিতে এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠলো এক ডাক্তারের বিরুদ্ধে।শিলিগুড়ি সংলগ্ন ঠাকুরনগর এলাকার বাসিন্দা শিশুকন্যার পরিবারের দাবি,গতকাল রাতে তাদের বাচ্চার শারিরীক সমস্যা দেখা দেওয়ায় ডাক্তার অর্ক্য সাহার পরামর্শে শিলিগুড়ির হাকিমপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্ত্তি করান।কিন্তু চিকিৎসক নিজে না এসে ফোনেই চিকিৎসা করেন ওই শিশুটির।আর এর ফলেই বাচ্চাটির ভুল চিকিৎসা হয় এবং তার জন্যই বাচ্চাটি মারা যায় বলে অভিযোগ।যদিও ডাক্তার অর্ক্য সাহা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান,তিনি চিকিৎসক হিসাবে কোন ভুল করেননি।দেহের ময়না তদন্ত হলেই সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর চিকিৎসায় গাফিলতিতে এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠলো এক ডাক্তারের বিরুদ্ধে