লোকেশন ঃ কোচবিহার।
কোচবিহার : কলেজ ছাত্রীকে গনধর্ষনের ঘটনায় ৩ যুবককে ২৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা করে জরিমানা দিল কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ফাস্ট ট্র্যাক কোর্ট) নায়ার আজম খান। শুক্রবার বিকেলে তিনি এই সাজা ঘোষনা করেন। গত ২০২১ সালে কলেজ যাওয়ার পথে জামির হোসেন নামে কলেজের এক যুবক পূর্ব পরিচিত হওয়ার সুবাদে গাড়িতে তুলে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যায়। সেখানে সে ও তার দুই বন্ধু ফিরোজ আলম ও রাসেল মিয়া মিলে ধর্ষন করে। পাশাপাশি মোবাইলে ভিডিও তোলে। এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় । পরবর্তী ছাত্রীর পরিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে । ঘটনার তদন্তে নেমে শীতলকুচি থানা পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপর ৩ বছর মামলা চলার পর এদিন সাজা ঘোষনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন জামির হোসেন, ফিরোজ আলম ও রাসেন মিয়া। #
বাইট : চঞ্চল চক্রবর্তী। পাবলিক প্রসিকিউটর।