শিলিগুড়িতে ছাত্রীর মাথা থেঁতলে খুনের ঘটনায় ধৃত যুবক আব্বাসের রায় ঘোষণা হবে আজ।সিসিটিভি ফুটেজ ধরিয়ে ছিল অভিযুক্তকে।শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুলছাত্রী খুনের ঘটনায় আব্বাস নামে এক যুবককে গ্রেফতার করেছিল মাটিগাড়া থানার পুলিশ।অভিযুক্ত মাটিগাড়ার লেনিন কলোনির বাসিন্দা।গত বছর আগস্ট মাসের এই ঘটনায় তোলপাড় হয়েছিল শহর শিলিগুড়ি।ওই ঘটনার পর পুলিশ জানিয়েছিল,যৌন নিগ্রহের পর খুন করা হয়েছিল ওই স্কুল ছাত্রীকে।ময়নাতদন্তের রিপোর্ট,ফরেন্সিক রিপোর্ট দেখে তা নিশ্চিত হয়।মৃত ঐ ছাত্রীর সঙ্গে অভিযুক্তের এক থেকে দু’দিনের পরিচয় ছিল।শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পাথরঘাটা পঞ্চায়েতের রবীন্দ্রপল্লি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই স্কুলছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।তার পরনে ছিল স্কুলের পোশাক।ওই কিশোরীর মাথা ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল বলেই অভিযোগ।সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্ত আব্বাসকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছিল মাটিগাড়া থানার পুলিশ।আজ সেই আব্বাসের রায় ঘোষণা করতে চলেছে শিলিগুড়ি আদালত।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর শিলিগুড়িতে ছাত্রীর মাথা থেঁতলে খুনের ঘটনায় ধৃত যুবক আব্বাসের রায় ঘোষণা হবে...