আর জি কর ইশ্যু নিয়ে এবারে বালুরঘাটে রাস্তায় নেমে প্রতিবাদ কংগ্রেসের।

0
64

আর জি কর ইশ্যু নিয়ে এবারে বালুরঘাটে রাস্তায় নেমে প্রতিবাদ কংগ্রেসের। সরব সি বি আয়ের ভূমিকা নিয়েও

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ সেপ্টেম্বর ——- আর জি কর ইশ্যু নিয়ে এবারে দোষীদের কঠোর শাস্তির দাবীতে রাস্তায় নামলো কংগ্রেস। সরব সিবি আয়ের ভূমিকা নিয়েও। বুধবার ওই ঘটনার প্রতিবাদে মহিলা কংগ্রেসের তরফে আয়োজিত একটি মিছিল পরিক্রমা করে গোটা বালুরঘাট শহর। এরপর প্ল্যাকার্ড হাতে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন যে বিক্ষোভ সমাবেশ থেকে আর জি করের ঘটনা নিয়ে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন কংগ্রেস নেতৃত্বরা। তেমনি এই ঘটনা নিয়ে সিবি আয়ের ভূমিকা নিয়েও সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। তারা বলেন সম্পূর্ণভাবে নাটক করছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মহিলাদের ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে। অন্যদিকে ধর্ষকদের বাচাতে সরকারি পয়সায় একাধিক উকিল নিয়োগ করছেন। এদিন কংগ্রেসের ডাকা যে আন্দোলনকে ঘিরেই তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। যাকে ঘিরে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল এলাকায়।

কংগ্রেস নেতা গোপাল দেব বলেন, আর জি কর কান্ডে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এরজন্য শুধুমাত্র রাজনৈতিক দলগুলিই নয়, প্রতিবাদে রাস্তায় নেমে আরো বেশি করে সাধারণ মানুষকে আন্দোলন সংঘটিত করবার ডাক দিয়েছেন তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here