ধর্ষণ রোধে মমতার আনা অপরাজিতা বিলকে নাটকীয় ও অসাংবিধানিক ব্যাখ্যা দিয়ে সুকান্তর উপস্থিতিতে বালুরঘাটে কুশপুতুল পুড়লো মুখ্যমন্ত্রীর।

0
181

ধর্ষণ রোধে মমতার আনা অপরাজিতা বিলকে নাটকীয় ও অসাংবিধানিক ব্যাখ্যা দিয়ে সুকান্তর উপস্থিতিতে বালুরঘাটে কুশপুতুল পুড়লো মুখ্যমন্ত্রীর। ধস্তাধস্তি পুলিশকে ঘিরেও

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ সেপ্টেম্বর —– ধর্ষণ রোধে মমতার আনা অপরাজিতা নারী ও শিশু বিলকে নাটকীয় ও অসাংবিধানিক বলে ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একইসাথে বিধানসভায় মমতার এই বিল পাশ সুপ্রিম কোর্টে সম্পুর্ন বাতিল হবে বলেও দাবি করেছেন তিনি। তিনি আরো বলেন এই ধরণের ক্যাপিটাল সেনটেন্সের আইন রাজ্য বিধানসভা আনতে পারে না, লোকসভা বা রাজ্যসভা আনতে পারে। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন ভারতের সংবিধান বলছে কোন একটি বিষয়ের উপর যদি রাজ্য এবং কেন্দ্রের দুটি বিল থাকে তাহলে কেন্দ্রের আইন বলবৎ হবে এটাই নিয়ম। তিনি আরো বলেন, ক্যাপিটাল সেনটেন্সের উপরে মুখ্যমন্ত্রী কোন আইনই আনতে পারেনা। অনেকগুলি রাজ্য এনেছিল যা রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। রাষ্ট্রপতি তাতে সম্মতি দিতে পারেনি, কারন সুপ্রিম কোর্টে তা চ্যালেঞ্জ হয়ে যাবে। ধর্ষণের সাজা ফাঁসি, যা ইতিমধ্যেই আইনে আছে। মঙ্গলবার আর জি কর ইস্যু ও দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষনের প্রতিবাদে জেলাশাসক অফিস ঘেরাও এর ডাক দেয় বিজেপি। যে আন্দোলনের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর যাকে ঘিরেই তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটে। পোড়ানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুলও। চলে পুলিশের সাথে ধস্তাধস্তিও। যে অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই এমন মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here