গভীর রাতে আগুনে ভস্মীভূত কীটনাশকের দোকান,১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

0
128

গভীর রাতে আগুনে ভস্মীভূত কীটনাশকের দোকান,১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শিলিগুড়ি:-
গভীর রাতে আগুনে ভস্মীভূত হল কীটনাশকের দোকান।শনিবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে রাজগঞ্জের ভুটকি হাটে।প্রায় ১৫ লক্ষ টাকার কেমিক্যাল ও মেডিসিন পুড়ে গিয়েছে বলে দাবি দোকান মালিকের।শনিবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক অসীম মজুমদার।দোকান থেকে কিছুটা দূরেই তার বাড়ি।রাত সাড়ে তিনটা নাগাদ বাজারের এক দোকানদারের নজরে পড়ে ওই কীটনাশকের দোকানে আগুন লেগেছে।দোকানটির শাটার বন্ধ থাকায় কিছু করার উপায় ছিল না।তিনি ছুটে গিয়ে দোকানের মালিককে আগুন লাগার খবরটি জানান।তড়িঘড়ি দোকানে পৌঁছে শাটার খুলে দেখেন ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।এই বিষয়ে দোকান মালিক বলেন,দোকানে বিদ্যুৎ থাকলেও শুধু লাইট এবং একটি ফ্যান চালানো হয়।তিনি সব ঠিকঠাক বন্ধ করেই বাড়িতে গিয়েছিলেন।কিন্তু কি করে আগুন লাগল তা বুঝে উঠতে পারছেন না।প্রায় ১৫লক্ষ টাকার কেমিক্যাল ও মেডিসিন পুড়ে ছাই হয়ে গিয়েছে।স্থানীয় বাসিন্দা তথা মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত বলেন,দোকানটি অনেক বছরের পুরনো এবং বড় দোকান।প্রাথমিক ভাবে আগুন লাগার কোনো কারণ বোঝা যাচ্ছে না।পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here