বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটতেই উত্তপ্ত হিলির আন্তর্জাতিক সীমান্ত। উদ্বিগ্ন রপ্তানি কারকরা। সীমান্ত সীল করে বাড়ানো হলো বিএসএফের নজরদারি
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৫ আগষ্ট ——- হাসিনা সরকারের পতন ঘটতেই উত্তপ্ত বাংলাদেশের হিলি সীমান্ত। একাধিক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ভারত- বাংলাদেশের আন্তর্জাতিক চেকপোস্টে। সোমবার বিকেল থেকে শুরু হওয়া বাংলাদেশের ওই ঘটনার আচ এপার বাংলার হিলিতে পৌঁছাতেই আঁটোসাটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সীমান্ত সীল করে দেওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে বিএসএফের নজরদারিও। এদিকে এই ঘটনার পরেই দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে হিলির রপ্তানীকারকরা। তাদের দাবি অবিলম্বে বাংলাদেশে আটকে পড়া ৮০ টি লরির চালক ও খালাসিকে সুষ্ঠুভাবে ফেরাতে হবে এপারে। যা নিয়ে এদিন জেলা প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন হিলি এক্সোপোর্ট এসোসিয়েশনের সদস্যরা। এদিকে ব্যবসায়ীদের তোলা এই দাবির পরেই দ্রুত আলোচনায় বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর তরফে।
হিলির রপ্তানীকারকদের পক্ষে ধীরাজ অধিকারী ও রাজেশ আগরওয়ালরা বলেন, হাসিনা সরকারের পতন ঘটতেই উত্তপ্ত হয়ে ওঠে হিলি সীমান্ত। বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৮০ টি লরি ওপারে আটকে থাকায় চালক ও খালাসীদের নিয়ে যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। ঘটনা নিয়ে প্রশাসনের দারস্ত হয়েছেন তারা।
৬১ নম্বর বিএসএফের টু আই সি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওপারে ভারতীয় লরিচালক ও খালাসীরা নিরাপদে রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই তাদের ভারতে ফেরানো হবে। হিলিতে সেনা নামানোর কোন খবর নেই তাদের কাছে।
দক্ষিণ দিনাজপুরে পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।