গঙ্গারামপুর পুরসভার ১৭নম্বর ওয়ার্ডের ব্লকপাড়া নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি কাজের সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে ওয়ার্ড কাউন্সিলার,তাদের এবছরের দুর্গা পুজোর থিম থাকছে ভাবনায় অন্তত শক্তি,ভাঙ্গা মানেই শেষ নয়-পুজো কর্তৃপক্ষের দাবি ,তাদের পুজোই হবে সেরার সেরা
গঙ্গারামপুর ৫আগস্ট দক্ষিণ দিনাজপুর।শারদারম্ভ ,পুজোপর্ব খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির কাজের সুচনা হল।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৭নম্বর ওয়ার্ডের ব্লকপাড়া নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি কাজের সূচনা করলেন ওয়ার্ডের কাউন্সিলার।তাদের দুর্গা পুজোর থিম থাকছে ভাবনায় অন্তত শক্তি, ভাঙ্গা মানেই শেষ নয়। তাদের পুজো এবার গঙ্গারামপুর ,জেলা তথা উত্তরবঙ্গবাসীর মন ভরাবে বলে ক্লাব কর্তৃপক্ষের দাবি। গঙ্গারামপুর পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডের ব্লকপাড়া নাট্য সংসদ ক্লাবের দুর্গাপূজায় বছর ৩৪তম বর্ষে পদার্পণ করল।প্রতিবছরই এই ক্লাবে দুর্গাপুজো গঙ্গারামপুর তথা জেলাবাসীর তথা উত্তরবঙ্গবাসীর পূজা দর্শনার্থীদের আলাদা বিনোদন দিয়ে থাকে।এবছর তারা কাঁচের তৈরি প্যান্ডেল,প্রতিমা তৈরি করে ভিন্নমাত্রায় এক দুর্গা পূজা উপহার দিতে চলেছে পুজোর দর্শনার্থীদের কাছে বলে ক্লাব কর্তৃপক্ষের দাবি। রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো করে পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঘন্টাধ্বনি সেইসঙ্গে ঢাকের বাদ্যিসহকারে , মহিলাদের উলুধ্বনি মধ্য দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজের সূচনা করা হয়। ক্লাবের প্যান্ডেলের দুর্গা পুজোর কাজের সূচনা করেন ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ব্লকপাড়া নাট্য সংসদ ক্লাবের সম্পাদক সুভাষ কুন্ডু।এছাড়াও সেখানে এবছরের পুজো কমিটির সম্পাদক পলাশ দে,পুজো কমিটির কোষাধক্ষ সর্বজিৎ গুহ, পুজো কমিটির সহ-সভাপতি অরিন্দম সরকার, অন্যতম সদস্য সরোজ সান্যাল সহ ক্লাবের বহু সদস্যেরা খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নাট্য সংসদ ক্লাবের সম্পাদক সুভাষ কুন্ডু জানিয়েছেন,এবছরও আমরা অন্যরকম পূজা উপহার দেব কাঁচের প্যান্ডেল ,প্রতিমা তৈরি করে।রবিবার প্যান্ডেলের কাজের সূচনা করা হলো,আশা করছি সকলেই আনন্দিত হবেন। নাট্য সংসদ ক্লাবের এবছরের পুজো কমিটির কোষাধ্যক্ষ সর্বজিৎ গুহ জানিয়েছেন,কাঁচের তৈরি প্যান্ডেলসহ প্রতিমা এক অন্যরকম মাত্রা এনে দেবে তাদের পূজা মন্ডপে।আশা রাখছি তাদের পুজোয় হবে গঙ্গারামপুর তথা জেলার সেরা। এবছরের তাদের দুর্গাপুজো এক অন্যরকম মাত্রা এনে দেবে দুর্গা পুজোতে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না ।