ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরে ৩১ নং জাতীয় সড়কের উপর ট্রেলারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু এক বাইক আরোহীর।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালক গোটা এলাকায়।জানা গিয়েছে এদিন একটি বাইকে ওই বাইক আরোহী বিধান নগর থেকে জগন্নাথপুরের দিকে যাচ্ছিলেন।ঠিক সেই সময় ঘোষপুকুরের দিক থেকে আসা একটি ট্রেলার ধাক্কা মারে বাইকটিকে এবং ট্রেইলারের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর।এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ।এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।ইতিমধ্যে ঘাতক ট্রেলার টিকে আটক করেছে বিধান নগর থানার পুলিশ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরে ৩১ নং জাতীয় সড়কের উপর ট্রেলারের চাকায় পৃষ্ট...