আলিপুরদুয়ার :আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বে আইনি পার্কিং। হাসপাতল চত্তরে ঘুরে বেড়াচ্ছে গরু।যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে বাইক।কোন নিয়মের তোয়াক্কা না করে হাসপাতালের চত্তরে ঢুকে যাচ্ছে টোটো।
হাসপাতালের প্রবেশের মূল রাস্তায় অবাধে ঘুরে বেড়াচ্ছে গরু।দেখার কেউ নেই।হাসপাতালের ভেতরের রাস্তায় অযথা পার্কিং করা হচ্ছে বাইক । এর ফলে হাসপাতালের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন উঠছে।
তবে এ ব্যাপারে হাসপাতালে ঢোকা টোটো চালক রা জানান,তারা রোগী নিয়ে এসেছেন।
এ ব্যাপারে হাসপাতাল সুপার ডা: পরিতোষ মন্ডল বলেন,গতকাল ও আজ অভিযান হয়েছে।কম করে ২৫ টি গাড়িকে ফাইন করা হয়েছে।এটা নিয়মিত চলবে।আর পুরসভার সঙ্গে কথা বলে গরু ধরার অভিযান চলবে।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে প্রসুতি বিভগের সামনে দড়ি টানিয়ে নবজাতক শিশুর কাপড় শোকাচ্ছে রোগীর পরিবার পরিজন ঐ কাপড়ে নোংরা লাগছে এবং পরবর্তীতে ঐ কাপড় শিশুর শরীরে দিলে ইনফেকশন ছড়াবে এই নিয়ে সচেতন করতে এছাড়া হাসপতালে রোগী প্রবেশের পথে বাইক রাখা হচ্ছে তার বিরুদ্ধে অভিযানে নামলো জেলা হাসপাতাল সুপার।
এদিন হাসপাতাল সুপার জানান হাসপাতালে পার্কিং আছে কিন্ত অনেকেই কিছু টাকা বাঁচাতে পার্কিং এ বাইক না রেখে হাসাপাতালে রাখছে এতে রোগীদের সমস্যা হচ্ছে এর বিরুদ্ধে অভিযান চলছে এবং ফাইন করা হচ্ছে। এছাড়া হাসপাতালে প্রসুতি বিভাগের সামনে দড়ি টানিয়ে কাপড় শোকাচ্ছে সেই বিষয়ে রোগীর পরিবারের সদস্যদের সচেতন করা হল কেননা কাপড়ে নোংরা লেগে ইনফেকশন ছড়াতে পারে।