শিলিগুড়ি:-
তালা ভেঙে বাড়িতে প্রবেশ গৃহবধুর,পুলিশি লাঠি চার্জ,থানার গাড়িতে ভাঙচুর,পাঁচ দিন ধরে শ্বশুরবাড়ির সামনে স্ত্রীর অধিকারের দাবিতে ঝর্নায় গৃহবধূ।গত রবিবার থেকে খোলা আকাশের নীচে ধর্নায় গৃহবধূ।বিয়ে করে মানতে নারাজ স্বামী।পনের দাবী শশুর বাড়ির।স্ত্রীর অধিকারের দাবিতে পাঁচ দিন ধরে মাটিকাটা ব্লকের তুলা কাটা জোত এলাকায় ধরনা দিয়েছেন গৃহবধূ।প্রশাসনের তরফে কোন সাহায্য পায়নি বলে অভিযোগ।এদিন তার পরিবার এবং ক্ষিপ্ত গ্রামবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।এরপর ওই বাড়ির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়।পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর করে গ্রামবাসীরা।