জমি নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা পতিরামের বোল্লা এলাকায়। গুরুতর আহত ৫ মহিলা
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ জুলাই —— জমি নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে রনক্ষেত্র। ঘটনায় আহত পাঁচজন মহিলা। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় পতিরামের বোল্লা এলাকায়। জানা যায় বোল্লার মশাগপুর এলাকায় রহমান মন্ডল তার প্রায় তিন বিঘা জমিতে দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছিল। অভিযোগ সেই জমিটিই এদিন রেজাউল মন্ডল সহ তার দলবলেরা দখল নিতে যায়। শুধু তাই নয় ট্রাক্টর চালিয়ে জমির ধান নষ্ট করে দিতে গেলে পরিবারের মহিলারা সেখানে বাধা দিতে যায়। এরপরই শুরু হয় উভয়পক্ষের মধ্যে মারপিট। ঘটনায় গুরুতর জখম হয় ৫ জন মহিলা। যাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে ঘটনার তদন্তে নামে পতিরাম থানার পুলিশ।
জমি মালিক রহমান মন্ডল বলেন, শুধু জমি দখল করা নই, ট্রাক্টর দিয়ে জমির ফসল নষ্ট করতে গেলে মহিলারা বাধা দিতে যায়। যার পরেই তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। গুরুতর আহত সকলকেই ভর্তি করা হয়েছে বালুরঘাট হাসপাতালে। ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন তারা।