বেসরকারি যাত্রীবাহী বাস ও একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ।মৃত এক,আহত বেশ কয়েকজন

0
175

কোচবিহার :- মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের নিশিগঞ্জ এলাকায় শিলিগুড়ি দিনহাটা গামী বেসরকারি যাত্রীবাহী বাস ও একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ।মৃত এক,আহত বেশ কয়েকজন বাস যাত্রী।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ।দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।আহতদের নিশীগঞ্জ ও মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।দুমড়ে মুচড়ে গেছে পিকাপ ভ্যান ক্ষতিগ্রস্থ হয়েছে বেসরকারি বাসটিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here