গঙ্গারামপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হল স্কুলের নিজস্ব জায়গায় নারই এলাকায়, ১হাজার বৃক্ষরোপণ করা হল ,উপস্থিত ছিলেন স্কুলের একাধিক কর্মকর্তারা গঙ্গারামপুর 23 জুলাই দক্ষিণ দিনাজপুর।টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পক্ষথেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল একটি অনুষ্টানের মধ্য দিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পক্ষ বৃক্ষরোপণ করা হল স্কুলের নিজস্ব জায়গায় গঙ্গারামপুরের নারই এলাকায়।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১ হাজার বৃক্ষরোপণ করা হয় নারইয়ে অবস্থিত স্কুল ক্যাম্পাসের মধ্য। এদিন বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক রাজীব পান্ডে ও টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রিন্সিপাল রোজি সিংহ। নতুন ভাবে গঙ্গারামপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পথচলা শুরু হয়।গঙ্গারামপুরে তাদের পথচলা শুরু হয় গঙ্গারামপুর সুভাষপল্লি এলাকা থেকে।বর্তমানে তাদের নারাই এলাকায় পাকাপাকিভাবে পথচলা শুরু হয় স্কুল ক্যাম্পাস চত্বরে।স্কুলের তরফে প্রায় ১হাজার বৃক্ষরোপণ করা হয় নারইয়ে অবস্থিত স্কুল ক্যাম্পাসের মধ্যই।এদিন প্রতিটি পড়ুয়ারা তাদের নাম করণে গাছ লাগায়।স্কুল ক্যাম্পাস জুড়ে প্রায় ১হাজার গাছ লাগিয়ে নজির সৃষ্টি করেন স্কুল কর্তৃপক্ষ।বৃক্ষরোপণ শুরু করেন বিশিষ্ট চিকিৎসক রাজীব পান্ডে ও টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রিন্সিপাল রোজি সিংহ।এছাড়ও সেখানে বৃক্ষরোপন করেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের অন্যতম কর্মকর্তা নিরেশ পাল,সুপ্রতীক চৌধুরী সুশোভন দাস,বিশিষ্ট ব্যবসায়ী রাহুল আগওয়াল সহ আরো অনেকেই।
এবিষয়ে চিকিৎসক রাজীব পান্ডে বলেন,বর্তমানে যা আবহাওয়া তৈরি হচ্ছে তাই পরিবেশ রক্ষার কথা ভেবেই গাছ লাগানোর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।গঙ্গারামপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের তরফে পড়ুয়াদের সঙ্গে নিয়ে গাছ লাগানো হল।গাছের গুরুত্ব সম্পর্কে পড়ুয়াদের বোঝানো স্কুল কর্তৃপক্ষের তরফে। এবিষয়ে গঙ্গারামপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রিন্সিপাল রোজি সিংহ বলেন,গাছ একমাত্র পরিবেশ বাঁচাতে পারে।সেজন্য পড়ুয়াদের নিয়ে গাছ লাগানো হল। স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হল স্কুলের...