লোকসভা ভোটের কয়েকদিন আগে তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ ভিকাহারে বড়সড়ো ভাঙ্গন বিজেপি কংগ্রেস, আরএসপি সিপিএমে

0
114

লোকসভা ভোটের কয়েকদিন আগে তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ ভিকাহারে বড়সড়ো ভাঙ্গন বিজেপি কংগ্রেস, আরএসপি সিপিএমে,বিভিন্ন দলছেড়ে ৩০টি পরিবারের ১২০জন ঘাসফুলে নাম লেখালো, দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি,অস্বীকার বিরোধীদলের। গঙ্গারামপুর ২০এপ্রিল দক্ষিণ দিনাজপুর।লোকসভা নির্বাচনের ভোটগ্রহনের কয়েকদিন আগে বড়সড় ভাঙ্গন বিজেপি সহ বেশ কয়েকটি দলের।৩০টি পরিবারের ১২০জন বিজেপি, কংগ্রেস ,সিপিএম , আরএসপি ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিলেন।দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৭নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ ভিকাহারে এমন দলবদল অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি, ব্লক তৃণমূল সভাপতি সহ আরো অনেকেই।যদিও বিরোধী দলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতটি বরাবরই বিজেপি , কংগ্রেস ,সিপিএম, আরএসপি দলের ঘাটি ছিল।আর কয়েকদিন পরেই রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় দ্বিতীয় পর্যায়ে বালুরঘাট ৬নম্বর লোকসভা আসনের ভোট গ্রহণের দিন।তার আগেই তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ ভিকাহারে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০টি পরিবারের ১২০জন বিজেপি, কংগ্রেস, সিপিএম ,আরএসপি সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে দলীয় পতাকা তুলে নেন। তাদের হাতে দলীয় পতাকা তুলেদেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল,গঙ্গারামপুর বিধানসভা তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা,ব্লক তৃণমূল নেতা মুকুল দে,মামনি রায়,জয়নাল সরকার ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন। এবিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানান, মানুষজন উন্নয়নের শামিল হতেই বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের নাম লেখাচ্ছে।দল আরো শক্তিশালী হবে। এবিষয়ে গঙ্গারামপুর বিধানসভা তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা জানিয়েছেন, প্রচুর উন্নয়ন হয়েছে তপন ব্লকে। তাই দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা গ্রহণ করছে।লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়লাভ করা সময়ের অপেক্ষা মাত্র। যদিও বিরোধী বিজেপি কংগ্রেস সিপিএম আরএসপি তরফে জানানো হয়েছে,তৃণমূল লোকজন না পেয়ে নিজেদের লোকজনকে পতাকা ধরিয়ে আমাদের দলের নাম বলছে। মানুষ ভোটেই এর জবাব দেবে। লোকসভা ভোটের কয়েকদিন আগে এমন বিজেপি কংগ্রেস সিপিএম আরএসপি দল থেকে তৃণমূলে নাম লেখানোর ফলে বাড়তে সুবিধা পাবে তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here