গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম পঞ্চায়েতের কাশেম মোড়ে তৃণমূলের নির্বাচনের দলীয় কার্যালয় ভাঙচুর ও কার্যালয়ের কাপড় ছিড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
163

গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম পঞ্চায়েতের কাশেম মোড়ে তৃণমূলের নির্বাচনের দলীয় কার্যালয় ভাঙচুর ও কার্যালয়ের কাপড় ছিড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার বিজেপির- তদন্তে পুলিশ গঙ্গারামপুর ৯এপ্রিল দক্ষিণ দিনাজপুর। তৃণমূল প্রার্থীর নির্বাচনের দলীয় কার্যালয় বিভিন্ন অংশ ভাঙচুর করা ও কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। মঙ্গলবার ভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ১১ নম্বর অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাসেম মোড় এলাকায়। তৃণমূলের অঞ্চল সভাপতির অভিযোগ, বিজেপি এই এলাকা থেকে পিছিয়ে যাবে বলেই নোংরা রাজনীতি করেছে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। থানা লিখিত অভিযোগ জানানো হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর ব্লকের ১১নম্বর অশোকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের খবর, অশোক গ্রামেরই কাশেমমোড় এলাকায় ৬নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সেখানে একটি নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়। অভিযোগ, সোমবার রাত্রিতে তৃণমূলের নেতা,কর্মী সমর্থকেরা নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী কাজ ছেড়ে বাড়ি চলে যান।অভিযোগ, প্রতিটি ভোটেই অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত বুথ রয়েছে সেই বুথগুলোতে কয়েক হাজার ভোটে বিরোধীরা পিছিয়ে থাকে। সদ্য হয়ে যাওয়া গ্রাম পঞ্চায়েত ভোটেও ক্ষমতা দখল করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।সেই কারণেই বিজেপি আশায় বাসা বেঁধে তৃণমূলের নির্বাচন দলীয় কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুরের পাশাপাশি তৈরি করা নির্বাচনী কার্যালয়ের কাপড় ছেড়ে দেন।এতে বিজেপির কোন লাভ হবে না। এদিন সকালে ঘটনার খবর পেতে সেখানে ছুটে আসে অশোগ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূলের সভাপতি, কাশিমমোড় এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ছুটে আসেন।তারাই পরে পুলিশের খবর দেন । কাশেমমোড় এলাকার তৃণমূলে গ্রাম পঞ্চায়েত সদস্য অভিযোগ করে বলেন, এমন নোংরা খেলায় বিজেপি খেলতে পারে। বিষয়টি প্রশাসনের জানানো হয়েছে। অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি অভিযোগ করে বলেন, ভোটে এই এলাকা থেকে বিজেপি পিছিয়ে যাবে বলেই এমন নোংরা কাজ করছে।থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। যদিও বিজেপির এক জেলা নেতা এই অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূলের দ্বন্দ্বের ফলে এমন ঘটনা। বিজেপি কোনোভাবে এই ঘটনায় দায়ী নয়। গঙ্গারামপুর থানার লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here