জলপাইগুড়ি:-
বনদফতরের পাতা ফাঁদে বন্দী হলো চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা।
বাগান সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাগানের বিভিন্ন এলাকায় চিতাবাঘের উপদ্রব শুরু হয়েছিলো। সন্ধ্যা হলেই বাগান থেকে বেরিয়ে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে ছাগল, মুরগী সাবাড় করছিলো সে। ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছিলো শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপরই বাগান কতৃপক্ষের তরফে বনদফতরের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডে ঘটনার কথা জানানো হয়। সেই অনুযায়ী গত ১৫ই ডিসেম্বর বনদফতরের তরফে বাগানের ১২নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বনদফতর। সেই খাঁচাতেই এদিন বন্দী হয়েছে চিতাবাঘটি। খবর পেয়ে খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যায়। বনদফতর সূত্রে খবর, প্রথামিক শুশ্রূষার পর চিতাবাঘটিকে গরুমারর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। মূর্তিমান আতংক খাঁচাবন্দী হওয়ায় হাফ ছেড়ে বেচেছেন আতংকে থাকা মানুষগুলি।
ভিস👇