অযোধ্যা থেকে আগত পবিত্র চাল সহ কলস বিতরণ করা হলো কেশব গোস্বামী গৌড়ীয় মঠে

0
158

শিলিগুড়ি:-

শিলিগুড়ি কেশব গোস্বামী গৌড়ীয় মঠে বিতরণ করা হল অযোধ্যা থেকে আগত পবিত্র চাল সহ কলস।সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে রামনগরী অযোধ্যা থেকে পূজিত অক্ষত পবিত্র হলুদ চালের সঙ্গে ১৫ কুইন্টাল চাল,১০০কেজি ঘি এবং ৫০ কেজি হলুদের মিশ্রণ করে তা কলস ভর্তি করে গৌড়ীয় মঠে তুলে দেওয়া হয়।বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই কলস তুলে দেওয়া হয়। সেই চালের ৩২২টি কলস বানিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পাশের রাজ্য সিকিমেয় পাঠানো হয়েছে।বিভিন্ন মন্দিরের পৌরহীদদের কাছে এই কলস তুলে দেওয়া হয়।এই কলস ২২শে জানুয়ারি যেদিন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেদিন সারাদেশে পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামেও যাতে রামলালার পুজো করা হয় সেই জন্যই এই কলস তাদের হাতে তুলে দেওয়া হয়।সকল রাম ভক্তের কাছে অনুরোধ সেই দিনটি যাতে সারাদেশ দীপাবলীর মত সেজে ওঠে সেই অনুরোধ রাখা হয় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here