আলিপুরদুয়ার জেলার প্রতিটি ছট ঘাটে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয়েছে।

0
139

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার প্রতিটি ছট ঘাটে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয়েছে। গতকাল বিকেলে ছিল অস্তগামী সূর্যের পুজো। আজ সকালে হল উদীয়মান সূর্যের পুজো ।। কালচিনি ব্লকের বাসরা,ডীমা,তোর্ষা সহ প্রতিটি ছট ঘাট ছট পুজো উপলক্ষে সেজে উঠেছে । এবং প্রতিটি ছট ঘাটে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়েছে ছট পুজো উপলক্ষে।
কালচিনি ব্লকের পাঁচটি ছট ঘাট এবং এই পাঁচটি ছট ঘাটে কোথাও নদীর প্রবল স্রোত কোথাও বুনো হাতির হানা এই নিয়ে চিন্তিত ছিল ব্লক প্রশাসন। জয়গাঁ তোর্ষা ছট ঘাট, দলসিংপাড়া তোর্ষা, হাসিমারা তোর্ষা এই তিন ঘাটে নদীর প্রবল স্রোত সম্প্রতি তোর্ষা নদীতে ডুবে গিয়েছিল দুইজন। ব্লক প্রশাসনের থেকে তোর্ষা ছট ঘাটে সিভিল ডিফেন্স,ডুবুরি , মেডিক‍্যাল টিম ব‍্যবস্থা করা হয়েছিল। ওপর দিকে হ‍্যামিল্টণগঞ্জ বাসরা ও গাড়োপাড়া ডীমা এই দুটি ছট ঘাট জঙ্গল সংলগ্ন হ ওয়ায় এই দুই ঘাটে বুনো হাতির হানা সম্ভবনা ছিল এই দুই ঘাটে বনদফতরের টিম ছিল।
কালচিনি বিডিও জয়দীপ চক্রবর্তী জানান প্রতিটি ছট ঘাটে মেডিক্যাল টিম, বনদফতরের বিশেষ টিম, ডুবুরি,সিভিল ডিফেন্স টিম ছিল এবং পুলিশ প্রশাসনের থেকে আটোসাটো নিরাপত্তা ব‍্যবস্থা করা হয়েছিল । এছাড়া প্রতিটি ঘাটে ব্লক প্রশাসনের থেকে বিশেষ টিম ছিল । সবরকম পরিস্থিতি মোকাবেলা প্রশাসন প্রস্তুত ছিল। কালচিনি বিডিও জানান শান্তিপূর্ণ ভাবে ছট পর্ব সমাপ্ত হল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here