আলিপুরদুয়ারে একটি বেসরকারি লজে গুরুত্বপূর্ণ মিটিং এ বসলেন বিজেপি নেতৃত্ব

0
230

আলিপুরদুয়ার : ২০২৪ এর লোকসভাকে সামনে রেখে এবার আলিপুরদুয়ারে লড়াই এর রনকৌশল ঠিক করতে শনিবার আলিপুরদুয়ারে একটি বেসরকারি লজে গুরুত্বপূর্ণ মিটিং এ বসলেন বিজেপি নেতৃত্ব।বিজেপির সাত বিধায়ক ও এক মন্ত্রী জন বারলার উপস্থিতিতে এই মিটিং অনুষ্ঠিত হয়।পরে বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক,আলিপুরদুয়ার বিজেপির সভাপতি মনোজ টিজ্ঞা বলেন,এখানে তিন টি ধাপে বৈঠক শুরু হয়েছে।২০২৪ এ আলিপুরদুয়ারের আসন টি মোদির ঝুলিতে দেব।সংগঠন কে মজবুত করতে এই বৈঠক।খেলার জন্য তো রনকৌশল ঠিক করতেই হবে।চাবাগান,পুরসভা ও বস্তীকেন্দ্রিক এই তিন টি ভাগে ভাগ করা হয়েছে।তিনি বলেন বাগানে অনেক ইস্যু রয়েছে। রাজ্য সরকার কে বাগান নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।তিনি বলেন চাবাগানের জন্য রাজ্য সরকার কিছু করছেনা। শ্রমিক দের পিএফ এর টাকা দিচ্ছেনা।এফ আই আর হলেও মালিক পক্ষের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছেনা রাজ্য সরকার।
আলিপুরদুয়ারে বিশিষ্ট আইনজীবী তথা তৃনমূল নেতা জহর মজুমদার সম্প্রতি টিএম সি দল ত্যাগ করেছেন।এ প্রসঙ্গে তিনি বলেন, উনি বিজেপি তে এলে স্বাগত জানানো হবে।তাতে লাভ হবে আমাদের।আর আলিপুরদুয়ারে টিএম সি চালাচ্ছে বিজেপি।টিএমসি বিজেপি নেতাদের ধার করে নিয়ে দল চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here