জানালা ভেঙে ঘরে ঢুকলো চোর! লুটপাট জিনিসপত্র।

0
394

জানালা ভেঙে ঘরে ঢুকলো চোর! লুটপাট জিনিসপত্র। কালীপুজোতে চোরের আতঙ্ক বালুরঘাটের চকভৃগুতে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ নভেম্বর ——— জানালা ভেঙে ঘরে ঢুকলো চোর। লুটপাট একাধিক জিনিসপত্র। শনিবার রাতের এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের চকভৃগু এলাকায়। বাড়িতে লোক না থাকবার সুযোগ নিয়েই এমন ঘটনা বলে দাবি বাড়ি মালিক হেমতোষ বর্মনের। জানা যায়, চকভৃগুর বাসিন্দা পেশায় কৃষক হেমতোষ বর্মন ওইদিন বাড়িতে তালা মেরে গ্রামের বাড়ি গিয়েছিলেন। যেখান থেকেই প্রতিবেশীর বাড়িতে চোরের হানার খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে আসেন তিনি। এরপর ঘরের দরজা খুলতেই চোখ কপালে ওঠে তার। দু দুটি জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তান্ডব চালায় দুস্কৃতিরা। রুপোর বেশকিছু গহনা, নগদ টাকা ও কিছু জিনিসপত্র চুরি গেছে বলে দাবি করেন বাড়ি মালিক। যে ঘটনার খবর পেতেই এলাকায় পৌছে পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

বাড়ি মালিক হেমতোষ বর্মন বলেন, গ্রামের বাড়ি গিয়েছিলেন ঘুরতে। সেখান থেকে ফিরে এসেই এই ঘটনা দেখেই অবাক হয়েছেন। রুপোর গহনা, নগদ টাকা সহ বেশকিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা। জানালা ভেঙেই ঘরের ভিতরে ঢুকেছিল দুস্কৃতিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here