সারের কালোবাজারি বন্ধের দাবিতে তপনের ভাইওরে পথ অবরোধ করে বিক্ষোভ কৃষক ঐক্য মঞ্চের।
সোমবার সকাল আনুমানিক ৯টা থেকে শুরু হয় পথ অবরোধ। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের ভাইওর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ।
অবরোধকারী কৃষকদের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি রাজ্য জুড়ে সারের কালোবাজারি চলছে।
সার নিয়ে সিন্ডিকেট চলছে রাজ্য জুড়ে, যার জেরে বস্তা পিছু কয়েকশো টাকা অতিরিক্ত দিয়ে সার কিনতে হচ্ছে কৃষকদের বলে অভিযোগ।
এদিকে যারা অহ্নদাতা তাঁদের কথা ভাবছেনা সরকার, ক্ষোভে এবং ঘটনার পরিবর্তে এদিনের এই পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি এলাকার কৃষকদের।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর সারের কালোবাজারি বন্ধের দাবিতে তপনের ভাইওরে পথ অবরোধ করে বিক্ষোভ কৃষক ঐক্য...