জলপাইগুড়িঃ-
সাপের ভয়ে বন্ধ স্কুল।একটি দুটি নয় ৩৮টি বিষধর গোখরো সাপের শাবক উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের মারোয়ারী বালিকা বিদ্যালয়ে। ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষর।
দিন কয়েক ধরে সাপেদের অবাধ বিচরনে ভয়ে কাঁটা হয়ে গিয়ে ছিলেন মারোয়ারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষিকারা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা।প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ছয় শতাধিক ছাত্রী পড়াশোনা করে এই স্কুলে। ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এই ভেবে স্কুল ছুটির পর স্কুল বাড়িকে পুরোপুরি সাপ মুক্ত করার সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ। সেই মতো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নেন তারা। ধারনা ছিলো এক-দুটি বড় সাপ উদ্ধার হবে। শেষে পর্যন্ত উদ্ধার হয় আটত্রিশটি সাপ। সবগুলোই বিষধর গোখরো সাপের শাবক। তবে বড় সাপ উদ্ধার না হওয়ায় আতংক এখনো কাটেনি। তাই আগামীকালও স্কুলে তল্লাশি অভিযান চালাবে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাই আগামীকালও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।