পলিটেকনিক কলেজের সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র ফাঁস

0
320

আলিপুরদয়ারে পরীক্ষা শুরুর ২ ঘন্টা আগে পলিটেকনিক কলেজের সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র ফাঁস, অভিযোগ অস্বীকার কলেজ কর্তৃপক্ষের

বুধবার দুপুর ১২:৩০ টা নাগাদ আলিপুরদুয়ার পলিটেকনিক কলেজের সেকেন্ড সেমিস্টারের ফিজিক্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। জানা গেছে এদিন দুপুর নাগাদ আলিপুরদুয়ারের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পলিটেকনিক পরীক্ষার সেকেন্ড সেমিস্টারের ফিজিক্স পরীক্ষার প্রশ্নপত্র ঘোরাফেরা করতে লক্ষ্য করা যায়। দুপুর ২:৩০ টা নাগাদ পলিটেকনিক কলেজে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়। এদিন পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো প্রশ্ন পত্র মিলিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হয়। এ বিষয়ে কলেজের এক পড়ুয়া জানান, কলেজে শিক্ষক না থাকায় আমন্ত্রিত শিক্ষক দিয়েই আমাদের দু মাসে পুরো সেমিস্টারের ক্লাস করানো হয়। তাতে আমাদের খুব চাপের মুখে পড়তে হয়েছে। পরীক্ষার আগে যে সাজেশন দেওয়া হয়েছিল তার একটিও পরীক্ষার প্রশ্নপত্রে আসেনি। ফলে চূড়ান্তভাবে আমাদের চাপে পড়ে পরীক্ষা দিতে হয়েছে।

তবে প্রশ্নপত্র ফাঁসের সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল কৌস্তব রায় জানান, আমরা এই বিষয়ে কানা ফুসো শুনেছি, তবে অফিশিয়ালি আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। সরকারিভাবেও আমাদেরকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে আদতে সেই প্রশ্নপত্র সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল আছে কিনা, সেই বিষয়ে আমাদের কিছু জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here