কোচবিহার :- কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিককে নিয়ে বিতর্কিত মন্তব্য করার ফলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ কুশপুতুল দাহ করে বিক্ষোভ বিজেপি । কোচবিহার বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে উদয়ন গুহ কুষ্পদল রা করে বিজেপি কর্মী সমর্থককে শুরু করে নেতৃত্বরা ।
গত বুধবার দিনহাটার সুকারুর কুঠি এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিষিথ প্রামাণিকের দাড়ি গোঁফ উখড়ে নেওয়ার কথা বলেন। জানিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ।
উদয়ন গুহর এই মন্তব্যের বিরুদ্ধে গতকাল শিলিগুড়িতে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি বিধায়ক শংকর ঘোষ । এরপরই শুক্রবার কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব । এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, তুফানগঞ্জ বিধানসভার বিরায়িকা মালতি রাভা রায় বিজেপি নেতৃত্ব ।