একবার খরচ করেই অধিক লাভ হওয়ায় জমিতে এবার লেবু চাষ করছে গঙ্গারামপুরের বাসুরিয়া এলাকার কৃষকেরা, উৎসাহ দিচ্ছে কৃষি দপ্তরও

0
711

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৯ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:- ধান বা অন্য কিছু চাষ বাদ দিয়ে অল্প খরচে বেশি লাভের আশায় জমিতে লেবু চাষ করছে কৃষকেরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জমিতে সেরকমই দৃশ্য দেখা যাচ্ছে। কৃষকেরা জানালেন, একবার খরচ করে দীর্ঘ সময় ফসল পাওয়ায় লাভবান হচ্ছি বেশি। সেই কারণে এমন লেবুচাষ করছি। কৃষি দপ্তরে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ব্লক কৃষি দপ্তর।

     এবছর শ্রাবণ ও ভাদ্র মাসে যে পরিমাণে বৃষ্টির প্রয়োজন হয় সে ধরনের বৃষ্টি না হয় কৃষকেরা যেমন পাট পচাতে পারেনি তেমনি, কৃষি জমিতে ধানও লাগাতে পারেনি কৃষকেরা। গঙ্গারামপুর ব্লক কৃষি দপ্তর সব সময় চাইছি কৃষকরা যেন সরকারের সহযোগিতা পেয়ে জমিতে চাষাবাদ করতে পারে। গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কৃষি জমিতে এবার কৃষকেরা ধান বা অন্য কোন চাষের পরিবর্তে বিকল্প চাষের কথা ভেবে অনেক কৃষকই ধানি জমিতে একবার লেবু গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে ফলন পাওয়ায় তাতে তারা লাভবান হচ্ছেন বলে কৃষকের জানালেন। এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গার জমির কৃষকেরা বিঘের পর বিঘা লেবু গাছ লাগিয়ে তা থেকে ফসল পেয়ে অনেক কথ্যে উপকৃত হচ্ছেন।

  বাসুরিয়া এলাকার এক কৃষক জানালেন, অন্ন চাষের ক্ষেত্রে সেভাবে রোজগার না হওয়ায় একবার লেবু গাছ লাগিয়ে দীর্ঘ সময় ধরে ফলন পাচ্ছি আমরা। লেবু গাছ লাগিয়ে চাষাবাদ করছি।

   গঙ্গারামপুর ব্লকের কৃষি আধিকারিক সুদীপ্ত সরকার জানিয়েছেন, কৃষকেরা যদি যেকোনো ধরনের সহযোগিতা যান তাহলে আমরা তাদের সহযোগিতা করছি। আগামী দিনে এমন সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here