পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ জুন—- তৃণমূলের হয়ে ২১শে জুলায়ের প্রস্তুতি সভা করতে এসে দক্ষিন দিনাজপুরের তপনে গ্রেপ্তার হলেন কলকাতার এক তৃণমূল নেতা। যে ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে এখন গোটা দক্ষিন দিনাজপুরে। যদিও জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাকের দাবি, ২১শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে তৃণমূলের ব্যানারে ভুয়ো সভা করছিলেন কলকাতার বাসিন্দা স্বপন ব্যানার্জ্জী। মঙ্গলবার যার বিরুদ্ধে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। যে অভিযোগ পেতেই বুধবার রাতে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন ।
উল্লেখ্য, মঙ্গলবার তপন ব্লকে তৃণমূলের ব্যানারে দুটি সভা অনুষ্ঠিত হয় । ব্লক সভাপতিদের ডাকা সভা রবীন্দ্র ভবনে হলেও অপর একটি সভা কিছুটা দূরে অনুষ্ঠিত হয়। যাকে ঘিরে জেলায় কার্যত প্রকাশ্যে আসে তৃণমূলের অন্তর্কোন্দল। ওই সভা থেকেই নাম না করে জেলা সভাপতিকে আক্রমন করবার পাশাপাশি গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে বাড়তি গুরুত্ব দেন কলকাতার বাসিন্দা স্বপন ব্যানার্জী। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠকের ডাক দেন জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক। যার অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই কলকাতা থেকে গ্রেপ্তার হন স্বপন ব্যানার্জী নামে ওই তৃণমূল নেতা। যদিও তাকে ভুয়ো নেতা আখ্যা দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি। এদিন আদালত থেকে বেরোবার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বপন ব্যানার্জী জানিয়েছেন, তিনি নির্দোষ। তাকে মিথ্যে ফাসানো হচ্ছে। তিনি তৃনমুলের একজন সক্রিয় কর্মী। ঈশ্বর এদের বিচার করবে।
যদিও বালুরঘাট জেলা আদালতের সরকারী আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, স্বপন ব্যানার্জীর চারদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত। ধৃতের বিরুদ্ধে 419/420/468/406 ধারায় মামলা রজু হয়েছে।