শিলিগুড়ি:-ডাকাতির আগেই ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেপ্তার চার দুষ্কৃতী।উদ্ধার লোহার রড।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা শিলিগুড়ির ইন্দিরা গান্ধী ময়দান এলাকায় জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে।সেই সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর চলে আসায় ঘটনা সালে পুলিশ পৌঁছে হাতে নাতে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়।ধৃতরা হলো মহম্মদ ইতিযাজ,রাকেশ বিশ্বাস,উত্তম রায়,হরকা বাহাদুর ভুজেল।বৃহস্পতিবার দুপুরে ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে।এছাড়াও এই চক্রের পিছনে আরো কেউ রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।
Home বাংলা উত্তর বাংলা ডাকাতির আগেই ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেপ্তার চার দুষ্কৃতী।