কোচবিহার :- কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে উৎসব অডিটোরিয়াম হলে আয়োজিত হল হুল দিবস। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা । উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, জেলা শাসক পবন কাদিয়ান,পুলিশ সুপার সুমিত কুমার, শিতাই বিধানসভা বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রমূখ। সেদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ডাক্তার বি আর আম্বেদকর মেধা পুরস্কার পুরস্কৃত করা হয় মোট ৪৬ জন ছাত্র ছাত্রীকে।