পথ দুর্ঘটনা কমাতে ট্রাকচালকদের নিয়ে চক্ষু পরীক্ষা শিবির পুলিশের, পতিরামে ১০০ জনের চোখ পরীক্ষা পুলিশের

0
169

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ ডিসেম্বর— পথ দুর্ঘটনা কমাতে ট্রাকচালকদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল পতিরাম থানা চত্তরে। সোমবার দুপুরে পতিরাম থানার উদ্যোগে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা ‌হয়েছিল। সেখানে ট্রাকচালকদের পাশাপাশি পতিরাম থানা সংলগ্ন এলাকার বৃদ্ধ বৃদ্ধা সহ যে সব বয়স্করা চোখের সমস্যায় ভুগছেন তারাও এই শিবিরে চক্ষু পরীক্ষা করান। সোমবার দুপুরে এই শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, পতিরাম থানার ওসি বিরাজ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিভিন্ন সময় দেখা যায়, লরি চালক যাদের চোখের সমস্যা রয়েছে, তাদের দুর্বল দৃষ্টিশক্তির কারণেই পথদুর্ঘটনা বাড়ছে। অথচ আর্থিক অনটনের জন্য তারা চোখের চিকিৎসা করাতে পারছেন না। সেকারণেই এই সব চালকদের কথা মাথায় রেখে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা ‌হয়েছিল।

জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, দুর্ঘটনা কমাতেই এমন উদ্যোগ পুলিশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here