রেললাইনে উদ্ধার কর্তব্যরত রেলকর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ

0
324

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:-আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মাঝেরডাবরি এলাকায় 111 নম্বর রেলগেটের কর্মরত কর্মী তাপস মল্লিক, বয়স 40 বাড়ি আলিপুরদুয়ার লিচুতলা। বুধবার রাতে 111 নম্বর রেলগেট এর কেবিনে ডিউটি ছিল তাপস মল্লিক এর। রেল সূত্রের খবর বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন ট্রেন ওই গেট দিয়ে পাস করার সময় গেটম্যান এর পক্ষ থেকে সিগন্যাল এর কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। কর্তব্যরত তাপস মল্লিক ঠিক আছেন কিনা তা জানতে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য রেলকর্মীরা। তারা দেখতে পান কেবিন থেকে 300 মিটার দূরে রেললাইনে পড়েছিল তাপসের রক্তাক্ত মৃতদেহ।

কোন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাপস কে এমনটাই দাবি রেল কর্মীদের।  

মাস সাতেক আগেও এই কেবিনে কর্মরত প্রভাত চন্দ্র কে গোপ কে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল সাত মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু দুষ্কৃতীরা এখনও অধরা রয়ে গেছে বুধবার গভীর রাতে আবার একই ঘটনা মাঝেরডাবড়ী গ্রাম পঞ্চায়েতের 111 নম্বর রেলগেটে। রেল দপ্তরে আধিকারিকরা এসে সকালে তার রক্তাক্ত মৃতদেহ তুলে নিয়ে যান প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়ে কর্মীরা আতঙ্কে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here