“সমস্যা না মিটলে বারবার ধর্নায় বসবো। বারবার প্রশাসনকে ডেপুটেশন দেব।” শুক্রবার করলা ও তিস্তা নদীর বাঁধ সংস্কার নিয়ে এমনই হুঁশিয়ারি জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্তর।

0
230

জলপাইগুড়ি:- “সমস্যা না মিটলে বারবার ধর্নায় বসবো। বারবার প্রশাসনকে ডেপুটেশন দেব।” শুক্রবার করলা ও তিস্তা নদীর বাঁধ সংস্কার নিয়ে এমনই হুঁশিয়ারি জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্তর। তিস্তা নদীর বাঁধ সংস্কার না হওয়ার ফলে সুকান্তনগর, বালাপাড়া ও জুবিলি পার্ক সংলগ্ন নিচু এলাকাগুলো জলমগ্ন হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে এদিন কংগ্রেসের একটি মিছিল সুকান্তনগর থেকে শুরু করে জুবলি পার্ক পর্যন্ত হয়। পাশাপাশি এদিনই জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। পিনাকীবাবু বলেন, দীর্ঘদিন থেকে বাঁধের এলাকার মানুষগুলো জল সমস্যায় ভোগেন। গত ১৯ ও ২০ অক্টোবরের বৃষ্টিতে জলমগ্ন হয় বিস্তীর্ণ নিচু এলাকা। প্রশাসনিক উদাসীনতার কারণে সাধারণ মানুষকে এভাবে ভুগতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সমস্ত এলাকার প্রায় ৬০০ থেকে ১০০০ পরিবারকে জলমগ্নতায় ভুগতে হয়। অন্যান্য নদীগুলোর অ্যাকশন প্ল্যান হলেও করলা ও তিস্তা নদীর এখনও অ্যাকশন প্ল্যান হয়নি বলে অভিযোগ করেন তিনি। আর এর ফলেই মানুষের দুরবস্থা। অবিলম্বে মানুষের এই সকল সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে প্রশাসনকে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here