পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩০ নভেম্বর— উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির আন্দোলনের জেরে এবারে সমস্যায় কৃষকেরা। হাটে মাল নিয়ে এসেও বিক্রি করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন সীমান্ত এলাকার কৃষকেরা। মালবোঝাই ভ্যানরিক্সা নিয়ে হিলি-বালুরঘাট ৫১২ জাতীয় সড়ক অবরোধ করেই চলে কৃষকদের বিক্ষোভ। মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় হিলির ত্রিমোহিনী এলাকায়। পুলিশ এসে অবরোধ তুলতে সক্ষম হলেও কৃষকদের সমস্যার সমাধান ঘটেনি।
উল্লেখ্য, কাঁচা পাটকে নিত্যপ্রয়োজনীয় মালের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ২৩ নভেম্বর মঙ্গলবার আন্দোলনে নামে উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতি। পাট ব্যবসায়ী রা ৩০০ কুইন্ট্যালের বেশি পাট মজুত করতে পারবে না, এর প্রতিবাদে মহকুমাশাসক কে একটি লিখিত অভিযোগ পত্রও দাখিল করা হয় সংগঠনের তরফে। দেওয়া হয় হাট বন্ধ করে আন্দোলনে নামার হুঁশিয়ারিও। এদিন সকাল থেকে যে ঘটনাকে ঘিরে তুমুল সমস্যায় পড়েন হাটে পাট নিয়ে আসা পাটচাষীরা। ক্ষুদ্র কৃষকদের মাল কেউ না কেনায় ত্রিমোহনী এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সীমান্ত এলাকার পাট চাষীরা। আর যার জেরে রাস্তার দুই ধারে গাড়ি আটকে বিপাকে পড়েন সাধারণ মানুষজন।
উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সংগঠনের তরফে কমলেন্দু ঘোষ বলেন, বর্তমানে কেন্দ্রীয় সরকার পাটকে নিত্যপ্রয়োজনীয় মালের তালিকাভুক্ত করায় পাট ব্যবসায়ীরা সর্বোচ্চ ৩০০ কুইন্টাল পাট মজুত করতে পারবে। যা নিয়ে এর আগে মহকুমা শাসককে দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। যেখানে বলা হয়েছে, ৩০০ কুইন্টাল নয়, ৫০০ কুইন্টাল মজুত করার অনুমতি দিতে হবে। কিন্তু তাদের দাবি পুরন না হওয়ায় এদিন তারা হাট বন্ধ রেখেছেন।