খুনের অভিযোগে এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষনা হল শিলিগুড়ি আদালতে।

0
520

শিলিগুড়িঃ-খুনের অভিযোগে এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষনা হল শিলিগুড়ি আদালতে।শিলিগুড়ি আদালতের ফার্স্ট কোর্টের অ্যাডিসনাল সেকেন্ড জাজ সুধীর কুমার বুধবার এই সাজা ঘোষা করেন।সাজাপ্রাপ্ত ব্যাক্তির নাম প্রভাত সিংহ (৫০)।বাড়িতে তার বৃদ্ধ মা ও একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।জানা গিয়েছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেড়ে ২০১৩ সালের ৩০ অক্টোবর ধারালো অস্ত্রের আঘাতে দুলাল সিংহ নামে এক ব্যাক্তিকে খুন করে প্রভাত সিংহ।খড়িবাড়ি থানার অন্তর্গত ওয়ারিস জোত এলাকায় রবীন্দ্র স্মৃতি সংঘ ক্লাবে সেসময় কালিপুজোর মিটিং হচ্ছিলো।মৃত ব্যাক্তি একটা ফোন পেয়ে ক্লাবের ভেতর থেকে বেড়িয়ে আসতেই ধারালো অস্ত্র দিয়ে দুলাল সিংহের গলায়,মাথায় ও ঘাড়ে আঘাত করে।ক্লাবের সদস্যরা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।সেদিন রাত একটার সময় খড়িবাড়ি থানায় এফআইআর করা হয়।কিন্তু খুন করার পর থেকেই দুলাল বেপাত্তা হয়ে যায়।দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর ২০১৪ সালের শেষে পুলিশ আদালতে চার্জশীট ফাইল করে।তাতে ওয়ারেন্ট ইস্যু হয় এবং তার সম্পত্তি নিলাম হবে শুনে আসামী আত্মসমর্পণ করে।কিছুদিন মামলা চলার পর তাকে বেল দেওয়া হয়।এরপর ট্রায়ালে মামলা চলত।দীর্ঘদিন মামলা চলার পর ১২জন সাক্ষকে সওয়াল জবাব করার পর মঙ্গলবার বিচারক দুলালকে দোষী সাব্যস্ত করেন। বুধবার বিচারক সুধীর কুমার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করেন।সরকার পক্ষের আইনজীবী পীযুষ কান্তি ঘোষ বলেন,”ভারতীয় দন্ডবিধির ৩০৩ ও ২০১ ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক ৩০৩ ধারায় খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ঘোষনা করেন অনাদায়ে আরও আড়াই বছর জেল।এছাড়া তথ্য প্রমান লোপাটের অভিযোগে ২০১ ধারায় তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষনা করা হয়।সাথে তিন হাজার টাকা জরিমানা।অনাদায়ে আরও ২ বছর জেল।দুটো সাজাই একসাথে চলতে থাকবে।এছাড়া যতদিন সে জেল খেটেছে তা এই সাজা থেকে কমিয়ে দেওয়া হবে।”সাজা ঘোষনা হওয়ার আগে এদিন অভিযুক্ত বিচারকের সামনে কেঁদে কেটে কাকুতি মিনতি করতে থাকে বাড়িতে তার অসুস্থ বৃদ্ধ মা রয়েছেন।১৪ ও ১৬ বছরের ছেলে ও মেয়ে রয়েছে তাদের দেখার মতো কেউ নেই তাই তার সাজা যেন কমানো হয়।তবে খুনের মতো মারাত্মক অপরাধ করায় বিচারক তাকে আজীবন কারাবাসের সাজা ঘোষনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here