অবৈধ টোটো চলাচল বন্ধ করতে এবার আন্দোলনের পথে ম্যাক্সি, টেকার ও মিনিবাস সংগঠন।

0
424

মালদা:- অবৈধ টোটো চলাচল বন্ধ করতে এবার আন্দোলনের পথে ম্যাক্সি, টেকার ও মিনিবাস সংগঠন। এদিন মূলত ম্যাক্সি, টেকার ও মিনিবাস বন্ধ রেখে ব্লক দপ্তরে গাড়ি গুলি রেখে দিয়ে আন্দোলন দেখান সংগঠনের কর্মীরা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের পক্ষ থেকে। অবশেষে পুলিশি আশ্বাসে অবরোধ উঠলেও আন্দোলনকারী দেখেছেন সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে ম্যাক্সি ,টেকার মিনিবাস সহ যে যাত্রীবাহী ছোট গাড়ি গুলি রয়েছে তারা বিভিন্ন রুটে চলে। সরকারি নির্দেশে তারা বিভিন্ন রুটে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু বর্তমানে টোটোর জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে চালকরা। অবৈধভাবে টোটো চালাচ্ছেন তারা। তাদেরকে প্রতিবাদ করতে গেলে মারধর করা হচ্ছে ছোট যাত্রীবাহী গাড়ির চালককে। গতকাল এক যাত্রীবাহী ছোট গাড়ির চালককে মারধর করে টোটো চালকরা। ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করা হয় গাজোল থানায়। এবং তার প্রতিবাদ জানিয়ে এদিন তারা বিভিন্ন রুটে তাদের সমস্ত ছোট যাত্রীবাহী গাড়ি গুলি বন্ধ রেখে ব্লক দপ্তরে বিক্ষোভ আন্দোলন করছেন। এদিন ব্লক দপ্তরে বেশকিছু গাড়ি রেখে দেওয়া হয়। পাশাপাশি ব্লক গেট থেকে বিদ্রোহী মোর এবং করলাম এটা মোড় পর্যন্ত সারি সারি করে দাড় করিয়ে দেওয়া হয় গাড়ি গুলি। বন্ধ করে দেওয়া হয় যাত্রী পরিষেবা। তাদের দাবি সমষ্টি উন্নয়ন আধিকারিক কে সমস্ত সমস্যার সমাধান করতে হবে এবং অবৈধ টোটো চলাচল বন্ধ করতে হবে। নয়তো অনির্দিষ্টকাল পর্যন্ত তাদের এই আন্দোলন জারি রাখবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here