গঙ্গারামপুরের ১৭নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে মন্ত্রীকে সংবর্ধনা অনুষ্টানে বিজেপি ছেড়ে প্রায় ৩০০টি পরিবারের বহু লোকজনেরা তৃণমুলে যোগদান করল

0
511


শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ২১সেপ্টম্বর দক্ষিণ দিনাজপুর-রাজ্যের মন্ত্রীকে একটি অনুষ্টানের মধ্যে দিয়ে সংবর্ধনা দেওয়া হল।সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর অনুষ্টানে বিজেপি ছেড়ে প্রায় ৩০০টি পরিবারের বিজেপি সহ বিভিন্ন দল থেকে তৃণমুলে যোগদানকারীদের তরফে এমন সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।এদিন মন্ত্রী বিপ্লববাবু চেয়ারপার্সনকে পাশে বসিয়ে গঙ্গারামপুরের মহুকুমা হাসপাতালে নতুন নাসিং ট্রেনিং কলেজ ও কোলকাতাতে বালুরঘাট ভবন তৈরি করা সহ বাড়ি বাড়ি পানীয়জল পৌচ্ছে দেবার আশ্বাসদেন।পাশাপাশি তিনি উন্নয়নকে সমানে রেখেই বিগত ভোটে শহর এলাকার ভোটের মার্জিন শাসকদলের বাড়াবেন বলেও জানিয়েছেন তিনি।দলত্যাগী এক বিজেপি নেতা অবশ্য জানিয়েছেন, উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়ে শাসকদলে যোগদান করলাম।এর ফলে বিজেপিদল অনেকটাই শহর এলাকায় পিছিয়ে গেল বলে মনে করছে অনেকেই।


গঙ্গারামপুর পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা থেকে বিগত বিধানসভা ভোটের সময় শাসকদল তৃণমুল ছেড়ে অনেকেই বিজেপিদলে নাম লিখিয়েছিল।সেই কারণেই সদ্য হয়ে যাওয়া বিধানসভা নিবার্চনে বাকি পৌরসভার ওয়ার্ড গুলির পাশাপাশি ১৬৩ ১৭নম্বর ওয়ার্ড থেকেই বিজেপি প্রার্থী প্রায় সব থেকে বেশি ভোটে এগিয়ে ছিল।

গঙ্গারামপুর পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা থেকে বিগত বিধানসভা ভোটের সমর শাসকদল তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপিদলে নাম লিখিয়েছিলেন ।সেই কারণেই সদ্য হয়ে যাওয়া ধানসভা নির্বাচনে বাকি পৌরসভার ওয়ার্ড গুলির পাশাপাশি ১৬ ও ১৭নম্বর ওয়ার্ড থেকেই বিজেপি প্রার্থী প্রায় সব থেকে বেশিভোটে এগিয়ে ছিলা।সোমবার রাতে গঙ্গারামপুর পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডের সুভাষপ্ললীতে রাজ্যের কৃষি ও বিপনন মন্ত্রী বিপ্লব মিত্রের সংবর্ধনা অনুষ্টানে ১৬ ও ১৭নম্বর ওয়ার্ড থেকেই প্রায় ৩০০টি পরিবার বিজেপি সহ বিভিন্নদল ছেড়ে তৃণমূলের ঝাড়া তুলে দেন তৃণমূলের জেলার অভিভাবক তথ্য মন্ত্রী বিপ্লব মিত্র৷সেখানে


মন্ত্রী জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ,গঙ্গারামপুর পৌরসভার উন্নয়নের কান্ডারি চেয়ারপার্সন প্রশান্ত মিত্র,ভাইস চেয়ারপার্সন সুদীপ্ত মুখার্জী ,গঙ্গারামপুর টাউন তৃণমূলের সভাপতি বিপ্লব সেন, প্রাক্তন কাউন্সিলার সুভদা রাজবংশী ,সংখ্যালঘু নেতা ইয়াকুব আলী সরকার,জেলা তৃণমূল নেতা সাবদুল মিত্র, আনন্দ দাস, আনোয়ার হোসেন, ব্লক তৃণমূল নেতা মৃণাল সরকার, সুভাষপল্লীর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী সুদেব সাহা ,বিশ্বজিৎ সাহা, সুজন রায়, বাবলু দাস,রাজা দাস, গোপাল সাহা, সুশান্ত বিশ্বাস,চন্দন বসাক,কৃষ্ণ দাস কৃষ্ণ কুন্ডু সহ আরো অনেকেই।


জেলা তৃণমূলের অভিভাবক তথা রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র মন্ত্রী চেয়ারপার্সনকে পাশে বসিয়ে জানিয়েছেন, গঙ্গারামপুরের মহুকুমা হাসপাতালে নতুন নাসিং ট্রেনিং কলেজ ও কোলকাতাতে বালুরঘাট ভবন তৈরি করা সহ বাড়ি বাড়ি পানীয়জল পৌঁছে দেবার আশ্বাদেনাপাশাপাশি তিনি উন্নয়নকে সমানে রেখেই কিতি ভোটে শহর এলাকার ভোটের মার্জিন শাসকদলের বাড়াবেন বলেও জানিয়েছেন তিনি।
গঙ্গারামপুর পৌরসভার উন্নয়নের কন্ডারি তথা পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন, সব
সময় আমি চেষ্টা করব যেন মানুষজনদের জন্য উন্নয়নের কাজ করতে পারি৷


সুভাষপল্লী এলাকার দলবদলকারী তৃণমুল নেতা সুদেব সাহা জানিয়েছেন,উন্নয়নে সামিল হতেইবিজেপি ছেড়ে শাসকদলে যোগদান করলাম। এই দুটি ওয়ার্ডে ঘাসফুল ফুটানোই হবে আগামীদিনে আমাদের লক্ষ্য।
এদিনের অনুষ্টানে দলের লোকজনদের ব্যপক ভিড় করেছিল তৃণমুলের মাধ্যমে হওয়া সংবর্ধনা অনুষ্টানের সুভাষপল্লী এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here