শিশুদের জ্বর নিয়ে আতঙ্ক ওড়ালেন দক্ষিন দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলায় ভর্তি ১৩ জন শিশু

0
374

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২০ সেপ্টেম্বর–––  উত্তরবঙ্গ জুড়ে জ্বরের আতঙ্ক ছড়ালেও দক্ষিণ দিনাজপুরে তেমন কোন উদ্বেগের কারণ নেই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক । সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন দক্ষিন দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। শিশুদের সুরক্ষা নিয়ে যথেষ্টই তৎপর রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর বলেও জানিয়েছেন তিনি । যদিও এখনো পর্যন্ত জেলা সদর বালুরঘাট হাসপাতালে ৮ জনব এবং গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ৫ জন শিশু জ্বর নিয়ে ভর্তি রয়েছে । তবে জেলায় মৃত্যুর কোন খবর নেই । শিশুদের সুরক্ষায় নির্দিষ্ট টিম নামানো হয়েছে । জেলার বিভিন্ন প্রান্তে চলছে সচেতনতার প্রচারও। অযথা আতঙ্কিত হবার কারণ নেই বলে দাবী স্বাস্থ্য দপ্তরের । 


মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, এই সময় জ্বরের প্রকোপ এমনিতেই বেশি থাকে । তবে আতঙ্কিত হবার কারণ নেই । জেলা স্বাস্থ্য দপ্তর সব দিক থেকেই প্রস্তুত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here