হরিরামপুরের কসবা হাতিডোবাতে অবস্থিত ঐতিহাসিক সমীবৃক্ষটি ও তাঁর আশপাশের জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে বলে অভিযোগ

0
541

শীতল চক্রবর্তী হরিরামপুর ১৮সেপ্টম্বর দক্ষিণ দিনাজপুর:-চরম অব্যবস্থার মধ্যে পরে রয়েছে ইতিহাস প্রসিধ্য মহাভারতের বর্ণীত প্রাচীন এক সমীবৃক্ষ ও তাঁর আশপাশের জায়গা বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের ১নম্বর বৌরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত কসবা হাতিডোবাতে অবস্থিত এই ঐতিহাসিক সমীবৃক্ষটি ও তার আশপাশের জায়গা প্রশাসনের দেখভালের অভাবেই বেহাল অবস্থায় পরে রয়েছে বলে অভিযোগ পর্যটক থেকে শুরু করে দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের।ব্লক প্রশাসনের তরফে বিষয়ে জানার পরেই দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সমস্যা সমাধান করার। হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীও সমস্যা সাধানের আশ্বাস দিয়েছেন সেই সমীবৃক্ষ ও তাঁর আশপাশের জায়গা সুন্দর করে সাজিয়ে তোলার আশ্বাস দিয়েছেন।


মহাভারতের কাহিনীতে পান্ডবেরা এই শমীবৃক্ষের ভিতরে অস্ত্রঅস্ত্র লুকিয়ে রেখেছিল। ইতিহাসবিদের মতে সেই মহাভারতের যুগ থেকে শমীবৃক্ষ বর্তমানেও রয়েছে এজেলার হরিরামপুর ব্লকের ১নম্বর বৌরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তগত কসবা হাতিডোবাতে। কিন্তু ঐতিহাসিক সেই শমীবৃক্ষের বেহলদশায় পরিনত হয়েছে বলে অভিযোগ। সমীবৃক্ষের আশপাশ রয়েছে যাবতীয় নোংরা আর্বজনায় ভরে গিয়েছে। সৌন্দয্যের পরিস্থতি কার্যত হারিয়ে বসেছে ঐতিহাসিক শমীবৃক্ষের৷শমীবৃক্ষের রক্ষনাবেক্ষন ও বাকি জায়গাটি সুন্দর করে সাজিয়ে তোলার দাবিতে সরব হয়েছেন সকলেই।


ঐতিহাসিক সমীবৃক্ষ ও তাঁর পাশ পাশের দেখভালের দায়িত্বে থাকা স্থানীয় ক্লাবের সম্পাদক প্রভাস সরকার জানিয়েছেন, আমরা চাই প্রশাসনের তরফে সুন্দরভাবে সাজিয়ে তোলা হোক এই জায়গাটি। তাহলে পর্যটন সম্ভবনা যেমন ভালো থাকবে তেমনি এই ব্লক তথা জেলার মূখও আরো উজ্জ্বল হবে।আমরা বহুবার প্রশাসনকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি৷এবার সংবাদ মাধ্যমে বিষয়টি জানানো হল৷


ধীরেন্দ্রনাথ সরকার ও আরেক এলাকাবাসী জানিয়েছেন, আমরা এখানে যা শুনে এসেছি তাতে ইতিহাস প্রসিধ্য মহাভারতের বর্ণীত প্রাচীন এক সমীবৃক্ষ ও তাঁর আশপাশের বেহাল অবস্থার মধ্যে পরে রয়েছে। প্রশাসন যদি এটিকে সংস্কার করে তাহলে খুবই ভালো হয়৷


হরিরামপুর ব্লকের বিডিও পুজা দেবনাথ জানিয়েছেন, বিষয়টি শুনেছি। যে ক্লাবের সদস্যরা দেখভাল করছে তারাও একটি লিখিত চিঠি দিয়েছে।খুবতারাতারি সংস্থার করার উদ্যাগ নেওয়া হবে।


যদিও হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, সমীবৃক্ষ ও তাঁর আশপাশের জায়গা সুন্দর করে সাজিয়ে তোলার হবে খুব তাঁরাতারি কাজও শুরু করা হবে৷

এখন দেখার বিষয়টি কবে নাগাদ এই সমস্যা সমাধান হয় তাঁর দিকেই তাঁকিয়ে রয়েছে সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here