ভ্যাক্সিন সেন্টারে পাঁউরুটি কলা দেওয়া নিয়ে বিজেপি তৃনমূল তরজা

0
334

শিলিগুড়ি:-

ভ্যাক্সিন সেন্টারে পাঁউরুটি কলা দেওয়া নিয়ে বিজেপি তৃনমূল তরজা।ভ্যাক্সিন গ্রহিতাদের সকালের জলখাবার দেওয়া নিয়ে বিজেপি তৃনমূল তরজা।বিজেপির অভিযোগ,তারা শিলিগুড়ি পুরসভার চার নম্বর ওয়ার্ডের ভ্যাক্সিন সেন্টারে ভ্যাক্সিন দিতে আসা মানুষজনকে দুমাস ধরে পাঁউরুটি এবং কলা দিচ্ছিলেন।কিন্তু আজ সকালে তৃনমূলের প্রাক্তন কাউন্সিলরের (৪নম্বর) নির্দেশে পুলিশ এসে তাদের সেই খাবার দিতে বাঁধা দেয়।যদিও তাদের দাবি পুলিশি বাঁধা অগ্রাহ্য করেই তারা সাধারণ মানুষকে পাঁউরুটি কলা বিলি করেছেন।বিজেপির আরও অভিযোগ,এলকার প্রাক্তন কাউন্সিলর এবার পুরসভার ভোটে হারবেন বলেই তিনি এই ধরনের কাজ করছেন।বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকার প্রাক্তন তৃনমূল কাউন্সিলর।তার দাবি বিজেপি ভ্যাক্সিন সেন্টারের সামনে লোক জমায়েত করছে।লাইনে বাইরে থেকে মানুষ নিয়ে এসে ঢোকাচ্ছে।ওরা যদি সাধারণ মানুষকে পাঁউরুটি,কলা আর জল দেয় তাতে অসুবিধার কিছু নেই।খাবার দিতে বেশী সময় লাগার কথা নয়।ওরা ওখানে সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত থাকছে কেন ভ্যাক্সিন সেন্টারের সামনে।আমি এলাকার মানুষের কাছ থেকে গতকাল কিছু অভিযোগ পেয়েছিলাম তাই পুলিশকে বিষয়টা দেখতে বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here