পশ্চিমবঙ্গে ঘুড়িয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালো দার্জিলিংএর সাংসদ রাজু বিস্ট।

0
302

শিলিগুড়ি:-পশ্চিমবঙ্গে ঘুড়িয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালো দার্জিলিংএর সাংসদ রাজু বিস্ট।শিলিগুড়িতে নিজের বাসভবন বারসানায় যুব মোর্চার এক বৈঠক করেন দার্জিলিঙয়ের সাংসদ।সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাষ্টপতি শাসন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে জানান যে এই বিষয়ে তিনি কোন কথা বলতে চান না।বিষয়টি কেন্দ্রের সরকারের।এরপরই তিনি বলেন পশ্চিমবঙ্গে গনতন্ত্র টচ লাইট ও লন্ঠনের আলো দিয়ে খুঁজতে হচ্ছে।মমতা বন্দোপাধ্যায়ের সরকার পুলিশকে কাজে লাগিয়ে পুলিশের শাসন চালাচ্ছে রাজ্য জুড়ে।নেতারা মজা করছে আর রাজ্যের জনতার টাকা লুঠ করছে।রাজ্যের জনতা সব রকম সুযোগ সু্বিধা থেকে বঞ্চিত।পশ্চিমবঙ্গে ভারতের সংবিধানের কোন গুরুত্ব নেই,তবে সংবিধান কেন আপনাকে গুরুত্ব দেবে।তিনি জানান কেন্দ্রের সরকার সংবিধান মেনে চলে আফগানিস্তানের মত তালিবানি শাসনে বিশ্বাসী নয়।পশ্চিমবঙ্গে মন মর্জি মত সরকার চলছে তাই যা উচিত নয়।ভারতের সংবিধান তা মেনে নিবে না৷গতকাল বিধায়কদের বৈঠকে যোগ না দেওয়া বিধায়কদের প্রসঙ্গে তিনি বলেন বিভিন্ন কারনে পাঁচ বিধায়ক বৈঠকে যোগ দিতে পারেনি।তবে এটা ভাবার কোন কারন নেই যে বৈঠকে না আশা মানে তৃনমূলে যোগদান সম্ভবনা।তৃনমূল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু রটিয়ে থাকে,বিজেপি নিজেস্ব নীতি নিয়ে চলে,আমরা সেটা মেনে চলি।উত্তরবঙ্গের সমস্ত বিধায়করা একসাথে আছি ও থাকবো।তবে দু একজন চেয়ারের লোভে তৃনমূলে চলে গেলে তাতে বিজেপির কোন ক্ষতি হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here