প্রচন্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো সিমেন্ট বোঝাই লড়ি ।

0
530

মালদা:- প্রচন্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো সিমেন্ট বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে গাজোল থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ৮১ নং জাতীয় সড়কে। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান এদিন সকালে গাজোল থেকে চাচোল গামী সিমেন্টবোঝাই লরিটি ৮১ নং জাতীয় সড়ক দিয়ে চাচোল যাওয়ার পথে প্রচন্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়ক থেকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। গাড়িতে বোঝায় থাকা সিমেন্ট পড়ে যায় খাদের জলে। বেশকিছু সিমেন্টের বস্তা জলে পড়ে থাকলেও যতগুলি সিমেন্টের বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে তা উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি রাস্তার পাশে লোক থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে হতাহতের কোনো খবর না থাকলেও গাড়ির চালক ও খালাসী কে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন রয়েছে তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। ক্রেন নিয়ে এসে গাড়িটিকে উদ্ধারের চেষ্টা করে পুলিশ। গাড়িটিকে আটক করা হয়েছে গাজোল থানার পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here