মানুষের সাথে মানুষের পাশে সারাবছর দিনভর থাকে মমতা বন্দোপাধ্যায়ের অনুগত তৃনমূলের সৈনিকেরা।

0
406

রায়গঞ্জ:—মানুষের সাথে মানুষের পাশে সারাবছর দিনভর থাকে মমতা বন্দোপাধ্যায়ের অনুগত তৃনমূলের সৈনিকেরা। দলনেত্রীর নির্দেশে এই অতিমারি করোনায় আক্রান্ত ও সাধারন মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃনমূল কংগ্রেস কর্মীরা। রায়গঞ্জ ব্লকে ” মহারাজা হাট ব্যাবসায়ী সমিতি ” র নামে স্থানীয় তৃনমূল নেতা ছোটন চ্যাটার্জির নেতৃত্বে কোভিড আক্রান্ত মানুষদের পাশে খাদ্যসামগ্রী থেকে শুরু করে সমস্তরকম সাহায্য সহযোগিতা করছেন তাঁরা। কোভিড আক্রান্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি এলাকায় জীবানুনাশক স্প্রে করার কাজও নিজে হাতে করলেন মহারাজা এলাকার তৃনমূল কংগ্রেস কর্মীরা। এরফলে এলাকার কোভিড আক্রান্ত থেকে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন।

রাজ্যজুড়ে কোভিড আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ঝাঁপিয়ে পড়েছেন তৃনমূল কংগ্রেস কর্মীরা। ব্যাতিক্রম নয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কর্মীরাও। রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রামপঞ্চায়েতের মহারাজা হাট এলাকার স্থানীয় তৃনমূল নেতা ছোটন চ্যাটার্জির উদ্যোগে এলাকার কোভিড আক্রান্ত পরিবারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। চাল, ডাল, নুন, তেল, আলু, ডিম ও মুড়ির প্যাকেট নিজেরাই বয়ে নিয়ে আক্রান্ত পরিবারের হাতে তুলে দিচ্ছেন তৃনমূল কংগ্রেস পরিচালিত মহারাজা হাট ব্যাবসায়ী সমিতির সদস্যরা। শুধু খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াই নয়, স্যানিটাইজিং করে দেওয়া হচ্ছে তাঁদের বাড়িঘর ও আশপাশের এলাকা। তৃনমূল কংগ্রেসের কর্মীদের এই উদ্যোগে খুশী কোভিড আক্রান্তের পরিবারের সদ্যস্যরা। ভূয়সী প্রশংসা আর আশীর্বাদ করেছেন তাঁরা স্থানীয় তৃনমূল নেতা ছোটন চ্যাটার্জিকে। তৃনমূল নেতা ছোটন চ্যাটার্জি জানিয়েছেন অতিমারি এই করোনার সময়কালে লকডাউন চলছে। কোভিড আক্রান্ত মানুষ ও তাঁদের পরিবার বাজার হাট করতে পারছেন না। অসহায় অবস্থায় পড়ে রয়েছেন তাঁরা। তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here