শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি জমির ফসল, হরিরামপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন কৃষি আধিকারিক

0
1111

শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি জমির ফসল, হরিরামপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন কৃষি আধিকারিক

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ এপ্রিল–––  শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত জমির ফসল পরিদর্শন করলেন কৃষি আধিকারিক । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোকর্ন গ্রাম পঞ্চায়েতের উত্তর মুস্কিপুরের এতবারপুর মৌজা সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন কৃষি আধিকারিক জাহাঙ্গীর আলম । শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাট, ভুট্টা ও ধানের ছবি করে রিপোর্ট তৈরী করেন তারা । পাঠানো হয় উর্দ্ধতন কর্তৃপক্ষকেও। উল্লেখ্য, সোমবার রাতের শিলাবৃষ্টির কারণে কয়েক লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে  হরিরামপুরের বিস্তৃর্ন এলাকায়। আর সেই কারণে মাথায় হাত পড়ে এলাকার কয়েকশো কৃষকের ।

ক্ষতিগ্রস্ত কৃষক গওফুর রহমান ও সাত্তার আলীরা জানান, এমনিতেই সারের দাম আকাশ ছোঁয়া তার ওপর ফসলের দাম নেই, এই দুর্যোগ তাদের ঘুম কেড়ে নিয়েছে । সরকারি সাহায্য না পেলে তাদের বাঁচার পথ থাকবে না । 
কৃষি আধিকারিক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন । রিপোর্ট উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন । সেখান থেকে নির্দেশ পেলেই কাজ শুরু করবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here