জোটের ঘোটে অস্বস্তিতে বাম-কংগ্রেস, ২/২ দাবি না মানলে দক্ষিন দিনাজপুরে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের

0
593

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারি— জোটের ঘোট, বিজেপি-তৃণমূলকে টেক্কা দিতে করা জোট নিয়ে দক্ষিণ দিনাজপুরে অস্বস্তিতে বাম কংগ্রেস। দাবিমতো আসন না মিললে তপন এককভাবে প্রার্থী দেয়ার হুঁশিয়ারি কংগ্রেস দলের। বুধবার আর এস পির দলীয় বৈঠকে বালুরঘাট আসনের জন্য সুচেতা বিশ্বাস, তপনে রঘু ওরাও এবং কুশমন্ডিতে নর্মদা রায়কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সুত্রের খবর। যে খবর সামনে আসতেই জোট নিয়ে ক্ষোভ উগড়ে দেন জেলা কংগ্রেস সভাপতি। তার দাবি, জেলায় দুই-দুই আসনের ভাগাভাগি মানা না হলে রাজ্যের সাথে কথা বলে জেলায় এককভাবে প্রার্থী দেবে কংগ্রেস। বিশেষ করে তপন আসনের জন্য। কেননা তপন আসনটি কংগ্রেসকে দেওয়ার কথা থাকলেও সেই শর্ত মানেনি বাম নেতৃত্বরা। যে কারনেই তপনে এককভাবে প্রার্থী দেয়ার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। শরিকি বিবাদ না থাকলেও ভোটের মুখে কংগ্রেসের এমন মন্তব্যে জেলায় জোট নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন বাম নেতৃত্বরা।

     কংগ্রেসের জেলা সভাপতি অঞ্জন চৌধুরী জানিয়েছেন জোটের সিদ্ধান্ত অনুযায়ী দুটি করে আসন পাওয়ার কথা ছিল জেলায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে বাম নেতৃত্বরা ইচ্ছেমতো প্রার্থী দাঁড় করাচ্ছেন। এমনটা হলে তারাও তপনে একক ভাবে প্রার্থী দাঁড় করাবেন।

        আর এস পির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী জানিয়েছেন দলীয় আলোচনা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here