বেতন বৃদ্ধি সহ সরকারি কর্মীর স্বীকৃতির দাবীতে বালুরঘাটে আন্দোলন আশাকর্মীদের, জেলা শাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হল মুখ্যমন্ত্রীকে

0
461

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ ফেব্রুয়ারী––––    সরকারি কর্মীর স্বীকৃতি সহ ন্যূনতম ২১ হাজার টাকা মাসিক বেতনের দাবীতে আন্দোলনে নামলেন আশাকর্মীরা । মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক আশাকর্মী বালুরঘাট শহরে মিছিল করে জেলা শাসক ভবনে পৌঁছান । জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবী পত্র পাঠিয়েছেন আশা কর্মীরা । সংগঠনের দাবী দীর্ঘ বছর ধরে সরকারের হয়ে কাজ করলেও আশা কর্মীরা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত । করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও আক্রান্ত হবার পরে তাঁদের সরকারের ঘোষণাকৃত ১ লক্ষ টাকা করে দেওয়া হয়নি । বাধ্য হয়ে এদিন ডেপুটেশনে অংশগ্রহণ করেন তারা । 


পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠনের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নমিতা মহন্ত জানিয়েছেন, আশা কর্মীদের তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে । তারা তাঁদের ন্যায্য দাবী চেয়ে আন্দোলনে নেমেছেন । আগামীতেও যদি তাঁদের দাবী দাওয়া পূরণ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে । ***

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here